মেটলাইফ জহির এজেন্সির ভৈরব ইউনিট অফিসের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে বহুজাতিক আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি-মেটলাইফ এর জহির এজেন্সির “ভৈরব ইউনিট অফিস” আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।(১৩ জানুয়ারি) সোমবার শহরের নদী বাংলা সেন্টার পয়েন্টের সামনে তাদের এই অফিস উদ্বোধন করেন মেটলাইফ বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ রহিম উদ্দিন।
এইসময়ে উপস্থিত ছিলেন জহির এজেন্সি, ঢাকা’র ব্রাঞ্চ ম্যানেজার-জনাব জি.এম. জহিরুল ইসলাম সহ ইউনিট ম্যানেজার এনামুল হক ও তাঁর এসোসিয়েটবৃন্দ।
উল্লেখ্য: আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি-মেটলাইফ যুক্তরাষ্ট্রের নিগমিত একটি শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান। যা ১৮৬৮সালে প্রতিষ্ঠিত হয়ে ১৫০ বছরেরও বেশি সময় ধরে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বীমা প্রতিষ্ঠান হিসেবে নানা আর্থিক পরিকল্প নিয়ে বিশ্বব্যাপী লক্ষ লক্ষ গ্রাহককে বীমা সেবা দিয়ে আসছে। বাংলাদেশে ১৯৫২সাল থেকে প্রায় ৭২ বছরের পথ চলায় মেটলাইফ-এর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস।
Leave a Reply