ভৈরবে র্যাবের অভিযানে দুই ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে র্যাবের অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ভৈরবপুর উত্তরপাড়ার মো.সাজিদ মিয়ার ছেলে মো. জুম্মান মিয়া (২২), মৃত খলিলুর রহমানের ছেলে মো. রবিন মিয়া (৩৭)।
(১২ জানুয়ারি) রবিবার সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে আটক করা হয়।
জানা যায়, র্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবপুর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা এই দুই ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদেরকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভৈরব থানায় মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানান।
Leave a Reply