লুট হওয়া শর্টগান অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ
ভৈরব প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষে গেল ৫ আগস্ট কিশোরগঞ্জের ভৈরব থানায় অগ্নিসংযোগের সময় অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছে। সেই সুবাদে থানার কার্যক্রম চালু হওয়ার পরে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারের কার্যক্রমে অনেক অস্ত্র উদ্ধার করা হলেও কিছু কিছু অস্ত্র এখনো রয়ে গেছে। তাই ভৈরব থানা পুলিশ জানতে পারে যে থানা থেকে লুট হওয়া অস্ত্র শর্টগান পরিত্যক্ত অবস্থায় আছে।
পরে (৮ জানুয়ারি) বুধবার বেলা ১১ টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন আমলাপাড়া পুকুরপাড় এলাকা থেকে এই শর্টগান অস্ত্রটি উদ্ধার করেছে ভৈরব থানার উপ-পরিদর্শক নুরুল হুদা ভূইয়াসহ পুলিশ সদস্যরা।
পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকালের দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন আমলাপাড়া এলাকার পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে এসআই নুরুল হুদা ভূইঁয়াসহ একটি দল ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে। উদ্ধারকৃত শর্টগান অস্ত্রটির বাট নং -৭৪২, ও বডি নং- ১৯২৫৯৯৫০।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় কিশোরগঞ্জের ভৈরব থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাটের ঘটনায় গত বছর ২০ আগষ্ট অজ্ঞাতনামা ১৫ হাজার আসামি করে মামলা দায়ের করা হয়েছিলো। যার মামলা নং -০৭।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল হুদা ভূইয়া জনান, গত ৫ আগস্ট থানায় অগ্নিকান্ড ও অস্ত্র লুটপাটের ঘটনা ঘটেছিলো। এই ঘটনার পর থেকে থানায় বিভিন্ন ধরণের অস্ত্র পাওয়া যায়নি। আজ পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর অস্ত্রটির বাট নাম্বার ও বডি নাম্বার আমাদের থানার লুটকৃত অস্ত্রের তালিকার সাথে মিল পেয়েছি।
Leave a Reply