ভৈরবে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবী! তিন দিনের আলটিমেটাম
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরবে বাসাবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের প্রি-পেইট মিটার লাগানোর সিদ্ধান্ত বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।(২৮ ডিসেম্বর) শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে পৌর পার্কের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজসহ বিভিন্ন ব্যবসায়ী ও মালিক সমিতিসহ সর্বস্থরের প্রায় সহশ্রাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
এ সময় ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতা জিল্লুর রহমান, ফুটওয়ার ইন্ডাষ্ট্রিয়াল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান জিসান, কয়েল মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, ছবিঘর শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক তানভির আহমেদ প্রমুখ। পাদুকা মালিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক মো: আল-আমিন মিয়া, পিও মালিক সমিতির বাহালুল আলম বাচ্চু,বাংলাদেশ মসকিউট এসোসিয়েশন এর উপদেষ্টা আশরাফুল আলম রুজেন, সোহাগ মিয়াসহ সকল কলকারখানার মালিক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানটি সঞ্চালনা করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আরাফাত ভূঁইয়া।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহরা চরম দুর্ভোগের শিকার হবে। তাই জনস্বার্থে ও ব্যবসায়ীদের সুবিধার্থে আগামী নির্বাচনের আগ পর্যন্ত অন্তরবর্তী সরকারের নিকট প্রিপেইড মিটার স্থাপনের একমুখি সিদ্ধান্ত বাতিলের দাবী জানান। এছাড়া বক্তারা আগামী তিন দিনের মধ্যে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ না করলে ঢাক-সিলেট মহাসড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলে হুশিয়ার দেন। সমাবেশ শেষে ভৈরবে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
ভৈরব বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন তালুকদার বলেন, ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে আমাদের কাছে একটি স্বারকলিপি দিয়েছেন। আমি আমাদের উর্ধতন কর্মকর্তার কাছে স্বারকলিপি ও এই বিষয়ে অবগত করেছি। এখন উনারা যে সিদ্ধান্ত নিবে সেটাই আমরা পালন করবো।
Leave a Reply