ভৈরব প্রতিনিধি
টঙ্গী ইজতেমা ময়দানে ১৮ ডিসেম্বর দিবাগত রাতে অতর্কিত ও বর্বর হামলা চালিয়েসন্ত্রাসী সাদ পন্থীদের আমাদের ভাইদের শহীদ করেছে সন্ত্রাসী সাদ বাহিনী। আমার ভাইদের হত্যা ঘটনার সাথে জড়িতদের কঠিন বিচার করতে হবে।
সেই সাথে ভৈরব উপজেলা থেকে ওইদিনের হত্যাকান্ডের সাথে যাহারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং সন্ত্রাসী সাদ পন্থীদের ভৈরব উপজেলাসহ সারাদেশে সকল কাজকর্ম বন্ধ করতে হবে। না হলে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্যে হবো বলে হুশিয়ারি দেন তৌহিদ জনতা।
(২১ ডিসেম্বর) শনিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়ককের নিউ টাউন মোড় এলাকায় উপজেলা বিভিন্ন মসজিদ মাদ্রারাসা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে সমাবেশস্থলে এসে শেষ হয়। এসময় মিছিল ও সমাবেশে সাদ পন্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ভৈরব মারকাযের শূরা সদস্য হাজী মুহাম্মদ মুছার সভাপতিত্বে এবং ইমাম উলামা পরিষদ ভৈরব সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আমীন ও মাওলানা সাইফুল ইসলাম সাহেল এর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমদ রশিদ, ভৈরব বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব বাজার জামে মসজিদের খতিব হাফেজ জামাল উদ্দিন, কমলপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, মারকাযের শূরা সদস্য মাওলানা শাহাদাত হোসাইন, হাজী মাক্কুল মোল্লাহ, শাহী মসজিদে মুফতি উমর ফারুক, কমলপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফিজুল্লাহ, মাওলানা উসমান গণী, নিউটাউন মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম রিয়াজী, মাওলানা শাখাওয়াতুল্লাহ, মুফতি আশরাফুল ইসলাম প্রমুখ। এছাড়াও সাত ইউনিয়ন এবং পৌর সভার ১২ ওয়ার্ডের ইমাম-খতিব, উলামায়ে কোরাম এবং তাবলীগের সাথীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply