ভৈরবে হাজী বিল্লাল হোসেন ফাউন্ডেশনের ফ্যান বিতরণ
সজীব আহমেদ
কিশোরগঞ্জের ভৈরবে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বৈদ্যুতিক টেবিল ফ্যান বিতরণ করেছে হাজী বিল্লাল হোসেন ফাউন্ডেশন। প্রচণ্ড গরমে অসহায় মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই ফাউন্ডেশনের এই উদ্যোগ।
শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার ১০ জন অসহায় ব্যক্তির হাতে ফ্যান তুলে দেওয়া হয়। এসময় ভৈরবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিদেশ থেকে পাঠানো এক বার্তায় হাজী বিল্লাল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, “গত কয়েকদিনের তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ। তাদের কথা বিবেচনা করেই এই ফ্যান বিতরণের উদ্যোগ নিয়েছি। আজ ১০ জনের মাঝে ফ্যান দিয়েছি। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা দরকার। একেকজন যদি যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়ান, তাহলে সমাজে মানবিকতা আরও সুদৃঢ় হবে।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে অসহায়দের জন্য চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
Leave a Reply