ভৈরবে ডাকাত মেরাজ ও মাদক ব্যবসায়ী তানিয়ার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর সংবাদ সম্মেলন
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে কুখ্যাত ডাকাত মেরাজ ও মাদক ব্যবসায়ী বোন তানিয়ার অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছেন।
শনিবার (১৯ জুলাই) সকালে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার জামালপুর গ্রামের অন্তত অর্ধশতাধিক ভুক্তভোগী এই সংবাদ সম্মেলনে বলেন— ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনে মেরাজ ও তানিয়া পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার আল বাকের ঝলক, যুবদলের সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, সমাজসেবক মতিন সরকার, জাহাঙ্গীর আলমসহ অনেকে।
অভিযোগে তারা বলেন, মেরাজ দীর্ঘদিন ধরেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। দলবল নিয়ে রাতে সড়কে ডাকাতি করে। তার বোন তানিয়া প্রকাশ্যে মাদক বিক্রি করছে, যা ধ্বংস করছে কিশোর-তরুণদের জীবন।
প্রতিবাদ করলে মেরাজ ও তানিয়া ভয় দেখায়, মিথ্যা মামলা দেয়, প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানালেও মিলছে না কোনো প্রতিকার।
ভুক্তভোগী ইকবাল, শফিক, রুবেল ও হোসেন মিয়া জানান, তাদের অটোরিকশা ও মোটরসাইকেল ছিনতাইয়ের শিকার হয়েছেন তারা। প্রতিবাদ করায় একাধিকবার মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
মেরাজের আপন চাচা জিল্লুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভাতিজার অত্যাচারে তিনিও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এলাকাবাসী দাবি করেন, কারাগারে থাকা মেরাজ জামিনে বের হলে আবারও অপরাধে ফিরবে। তাই তাকে চিরতরে রুখতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।
স্থানীয় সাংবাদিক ও পুলিশের সহযোগিতাও কামনা করেন এলাকাবাসী।
Leave a Reply