ভৈরবে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে ছয় শতাধিক রোগীর চিকিৎসা
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। বৃহস্পতিবার (১৭ জুলাই) পৌর শহরের পৌরসভা মাতৃসদনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
১৯ পদাতিক ডিভিশনের অধীন ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে এবং ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় স্থানীয় পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এ জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়।
এতে ভৈরব উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অন্তত ৬ শতাধিক গরিব ও দুস্থ নারী-পুরুষ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। বিশেষ করে চক্ষু রোগীদের জন্য চক্ষু পরীক্ষা শেষে ৬০ জনকে প্রদান করা হয় প্রয়োজনীয় চশমা।
চিকিৎসা নিতে আসা উপজেলার শম্ভুপুর গ্রামের রোকেয়া বেগম (৫০) বলেন,অনেক দিন ধরে চোখে ঝাপসা দেখতাম। ডাক্তার দেখানোর মতো টাকা ছিল না। আজ এখানে এসে বিনামূল্যে চেকআপ করালাম, সঙ্গে চশমাও পেলাম। সেনাবাহিনীর এ সেবা পেয়ে খুব উপকার হয়েছে।
কালিপুর এলাকার শফিকুল ইসলাম (৬০) বলেন,আমি দীর্ঘদিন ধরে হাঁপানি ও ডায়াবেটিসে ভুগছি। বাজারে গেলে ওষুধ কিনতে অনেক খরচ হয়, যা মিটানো আমার পক্ষে কঠিন। আজ এখানে ফ্রি চেকআপ করিয়ে ওষুধ পেয়েছি। এতে অনেকটা স্বস্তি পেলাম।
পৌর এলাকার গৃহবধূ হালিমা খাতুন (৩৫) বলেন, আমার ছোট ছেলের হঠাৎ জ্বর হয়েছিল। ডাক্তারের কাছে নেওয়ার সুযোগ ছিল না। আজ এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছি। সেনাবাহিনীর এই আয়োজনের জন্য কৃতজ্ঞ।
বৃদ্ধা মমতাজ বেগম (৭০) বলেন,আমি হাঁটতে পারি না ঠিকমতো। শরীরের নানা ব্যথা। ডাক্তার দেখানোর সুযোগও হয় না। শুনে এসেছি এখানে ফ্রি চিকিৎসা দেয়। এসে দেখি সত্যিই ডাক্তার ভালো করে দেখে দিয়েছে, ওষুধও দিয়েছে। আল্লাহ যেন এদের ভালো রাখে।
শ্রমজীবী নুরুল ইসলাম (৪৫) বলেন, এমন উদ্যোগ এলাকায় আগে দেখিনি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটা বড় সহায়তা।
চিকিৎসা নিতে আসা সবারই অভিমত, সেনাবাহিনীর এই ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের মতো নিম্নআয়ের মানুষের জন্য অনেক বড় সহায়তা। এই কার্যক্রম যেন বারবার হয়—এটাই আমাদের প্রত্যাশা।
ভৈরব পৌর প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়, এমন মানবিক কার্যক্রমের সঙ্গে তারা সবসময়ই থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ও পৌরসভার উদ্যোগে আজকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আছে চক্ষু, গাইনী ও মেডিসিন চিকিৎসা। যেখানে সেনাবাহিনীর চিকিৎসকগণ সেবা দিয়েছে। আজকে প্রায় ছয়শতাধিক রোগীরা সেবা পেয়েছে। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আরও সেবা দিতে পারবে।
বিনামূল্যে চিকিৎসা নিতে আসা শত শত মানুষের মুখে ছিল কৃতজ্ঞতার ঝলক।
Leave a Reply