ভৈরবে মাদক বিরোধী অভিযানে মামা-ভাগ্নীর কারাদন্ড
আফসার হোসেন তূর্জা
কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে ১৭১ পিস ইয়াবা, ১৭ পুরিয়া হিরোইন ও মাদক বিক্রির নগদ ৬৩ হাজার ৬০০ টাকা সহ সোহেল মিয়া ও হাসি বেগম নামে মামা-ভাগ্নী কে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৭টায় পৌর শহরের নিউটাউন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন এর নেতৃত্বে উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, র্যাব ও পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সোহেল মিয়া নিউটাউন এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে ও হাসি আক্তার মিম একই এলাকার সিজন মিয়ার স্ত্রী।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযানে তাদের নিজস্ব বাড়ি থেকে ২ জন আসামিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭১ পিচ ইয়াবা, হিরোইন ১৭ পুরিয়া ও মাদক বিক্রির ৬৩ হাজার ৬০০ টাকা পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যম আসামী দুইজনকেই ১ বছর করে কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, র্যাব ও পুলিশের সদস্যরা।
Leave a Reply