ভৈরব পৌরসভার বাজেট ঘোষণা: নতুন কর ছাড়াই ১১২ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে এক অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন নতুন কোনো কর আরোপ না করে ১১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
বাজেটে রাজস্ব তহবিল, পানি সরবরাহ তহবিল ও উন্নয়ন সহায়তা তহবিল থেকে আয় দেখানো হয়েছে। ব্যয় ধরা হয়েছে তিন ভাগে—রাজস্ব ব্যয়, উন্নয়ন ব্যয় ও উদ্বৃত্ত।
বাজেটের হিসাব সংক্ষেপে হিসাব হচ্ছে- রাজস্ব আয়: ১১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকা, রাজস্ব ব্যয়: ২৫ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২১০ টাকা।
উন্নয়ন ব্যয়: ৭৫ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। উদ্বৃত্ত:১১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৫২৯ টাকা।
বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক শবনম শারমিন বলেন, নগরবাসীর মৌলিক চাহিদা পূরণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এবারের বাজেটে রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানির সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাজেটটিকে টেকসই ও বাস্তবমুখী করার জন্য রাজস্ব আয় ও উন্নয়ন সহায়তা মিলিয়ে ব্যয় পরিকল্পনা করা হয়েছে। জনগণের করের টাকায় যেন কোনো অপচয় না হয়, সে বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে উপস্থিত ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব বলেন, দুস্থ ও অসহায় রোগীদের জন্য বাজেটে বরাদ্দ বাড়ানো দরকার। সেইসাথে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমে অর্থ বরাদ্দ বাড়ানো উচিত।
এছাড়া সাংবাদিক আব্দুর রউফ বলেন, সিসি ক্যামেরার সংখ্যা ও মান বাড়ানো, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক ডাম্পিং ব্যবস্থাপনা বাজেটে নিশ্চিত করতে হবে। পৌর এলাকার নিরাপত্তা ও পরিবেশ ব্যবস্থাপনায় এসব অনিবার্য।
এই প্রস্তাবনাগুলোর প্রেক্ষিতে শবনম শারমিন বলেন, জনগণের অংশগ্রহণ আমাদের কাজে উৎসাহ দেয়। আমরা বাজেট বাস্তবায়নের সময় এসব গুরুত্বপূর্ণ সুপারিশ বিবেচনায় রাখব। প্রয়োজন হলে সংশোধিত বাজেট এনে বরাদ্দ পুনর্বিন্যাস করব।
তিনি আরও যোগ করেন, আমরা একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও দায়িত্বশীল পৌর প্রশাসন গড়ে তুলতে চাই, যেখানে জনগণ নিজেকে অংশীদার ভাববে এবং সেবা পাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী থাকবে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পৌর সচিব মো. ফারুক, নির্বাহী প্রকৌশলী মো. আরিফ সারোয়ার বাতেন,সহকারী প্রকৌশলী মো: শাহজাহান, ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব, হিসাবরক্ষণ কর্মকর্তা, লাইসেন্স শাখার পরিদর্শক আক্তারুজ্জামান,মো: তুহিন মোল্লা, কর পরিদর্শকসহ পৌরসভার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বাজেটের সারসংক্ষেপ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এবং আগামীর পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
Leave a Reply