ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুই রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা
স্বাস্থ্যবিধি না মানলে কাউকে ছাড় নয় : নির্বাহী ম্যাজিস্ট্রেট
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে ‘ঢাকা কাচ্চি ডাইন’ ও ‘কাচ্চি ডাইন’ নামে দুইটি রেস্টুরেন্টকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমেদ রাফি।
অভিযানে দেখা যায়, উভয় রেস্টুরেন্টের রান্নাঘরের পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর। রান্নার উপকরণ খোলা অবস্থায় রাখা এবং খাবারের আশপাশে মাছির উপদ্রব প্রকট ছিল। স্বাস্থ্যবিধি ও স্যানিটারি শর্ত না মানার অভিযোগে ‘ঢাকা কাচ্চি ডাইন’কে ৫০ হাজার এবং ‘কাচ্চি ডাইন’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদোয়ান আহমেদ রাফি বলেন, “জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে আমরা নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে যাচ্ছি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কেউ খেলতে পারবে না। যারা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতে এবং সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদেরও সচেতন হতে হবে—খাবার গ্রহণের আগে পরিবেশ দেখে নেওয়া জরুরি।”
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন ভৈরব থানা পুলিশের একটি টিম এবং ভৈরব পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নাছিমা বেগম।
উল্লেখ্য, সম্প্রতি ভৈরবে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের অভিযোগ বাড়ছে। এতে করে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন তৎপরতা ভোক্তাদের মধ্যে স্বস্তি এনেছে বলে মন্তব্য করেছেন সচেতন নাগরিকরা।
Leave a Reply