ভৈরবে মৎস্য খাদ্যে অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে মৎস্য খাদ্যে অনিয়মের অভিযোগ ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সরবরাহের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। (২০ মে) মঙ্গলবার সন্ধায় শহরের ভৈরব বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট শবনম শারমিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক।
অভিযান সূত্রে জানায়, মৎস্য খাদ্যে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য দোকানে বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করার অভিযোগ পাওয়া গেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট শবনম শারমিন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিকসহ প্রশাসনের কর্মকর্তারা অভিযান পরিচালনা ও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে একটি দোকান থেকে ১৫ বস্তা মেয়াদোত্তীর্ণ মৎস্য খাদ্য জব্দ করা হয় এবং মায়ের দোয়া ট্রেডার্সকে ৬,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও, অপর একটি ডিপো এ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিশ ফিডস লি:কে মৎস্য খাদ্যের বস্তায় লট নম্বর ও উৎপাদনের তারিখ না থাকায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয় বনিক বলেন, মৎস্য খাদ্য আইন ২০১০ ও মৎস্য খাদ্য বিধিমালা ২০২৪ অনুসারে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় এবং তাদেরকে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, মৎস্য খাদ্যে অনিয়মের অভিযোগে মঙ্গলবার সন্ধায় মায়ের দোয়া ট্রেডার্স, ভৈরব বাজার ও এ্যাডভান্স পোল্ট্রি এন্ড ফিশ ফিডস লিমিটেড,কমলপুর এলাকায় দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ভ্রাম্যমান পরিচালনা করার সময়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব হোসেন এবং মৎস্য ক্ষেত্র সহকারীসহ অন্যন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply