ছুটির আনন্দে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল দুই বোন। কিন্তু সেই আনন্দই পরিণত হলো চরম বেদনায়। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসলে ডুবে প্রাণ হারিয়েছে লামিয়া (১১) ও সামিয়া (৭) নামে দুই বোন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়ার চরপাড়া গ্রামে নানার বাড়ির পাশে মেঘনা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত দুই বোন একই ইউনিয়নের নবীপুর গ্রামের সৌদি প্রবাসী সহিদ মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে মা’র সঙ্গে তারা বেড়াতে আসে নানার বাড়ি। দুপুরে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে খেলতে তারা চলে যায় বাড়ির পাশে মেঘনা নদীর ঘাটে। সবার সঙ্গে গোসল করতে নামলেও কখন যে নদীর গভীর স্রোতে তলিয়ে যায় লামিয়া ও সামিয়া তা কেউ টেরই পায়নি।
বিকেল ৩টার দিকে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। একপর্যায়ে আশপাশের শিশুদের জিজ্ঞাসাবাদ করে নদীর ঘাটে গিয়ে জাল টানেন স্বজনরা। কিছুদূর থেকেই উদ্ধার হয় দুই বোনের নিথর দেহ।
বৃহস্পতিবার রাতেই জানাজা শেষে তাদের দাফন করা হয় নবীপুর কবরস্থানে। এই হৃদয়বিদারক ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা-বাবাসহ পুরো পরিবার।
ভৈরব থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রোহানী বলেন, এ বিষয়ে এখনো কিছু জানি না। খোঁজ নিচ্ছি।
নানার বাড়ির বেড়াতে এসে যে এভাবে চিরবিদায় নিতে হবে, কে জানতো! এখন চরপাড়া ও নবীপুর এলাকার বাতাসেও যেন বইছে এক গভীর শোকের সুর।
Leave a Reply