ভৈরবে র্যাবের অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।( ২ এপ্রিল) বুধবার রাতে পৌর শহরের কালিপুর এলাকা থেকে দুইজন ও ঢাকা-সিলেট মহাসড়কের লক্ষ্মীপুর এলাকা থেকে একজনকে আটক করা হয়। শাওন কালিপুর এলাকার মতি মিয়ার ছেলে, বাবু একই এলাকার মৃত দ্বীন ইসলামের ছেলে ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কামালপুর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. হৃদয়।
র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কালিপুর এলাকায় অভিযান চালিয়ে মো. শাওন মিয়া (৩৫) ও মো. জুয়েল ইসলাম বাবু (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর এক ঘণ্টা পর ঢাকা-সিলেট মহাসড়কের লক্ষ্মীপুর এলাকার জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মো. হৃদয় (২৪) নামের আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৬৭ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নোমান আহমেদ, পিপিএম জানান, গ্রেফতার তিনজনকে উদ্ধার করা মাদকসহ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Leave a Reply