ভৈরবে সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের ঈদপূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবে সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের ঈদপূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (১ এপ্রিল) মঙ্গলবার সকালে শহরের বাসস্ট্যান্ডে রফিকুল ইসলাম মহিলা কলেজ রোড এলাকায় ভৈরব প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও ডাক বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ঢাকা জেলা জজকোর্টের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন। সংগঠনের কর্মকর্তা ও ঢাকার অতিরিক্ত কর কমিশনার মাসুদ রানা, সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহকারী সচিব শফিউল্লাহ তপন, এবং পুলিশ সুপার কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতি মোঃ গোলাম মোস্তফা বলেন, “ঈদপূর্ণমিলনী আমাদের একটি বড় প্রাপ্তি এবং একটি গুরুত্বপূর্ণ সময়। আমাদের এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আমরা একে অপরকে সমর্থন দিয়ে এসেছি, এবং আজও আমরা সেই ঐক্য ও সমর্থন বজায় রেখে একত্রিত হয়েছি। আমাদের উদ্দেশ্য শুধু পেশাগত সমস্যা সমাধান নয়, বরং আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী করা। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে একটি নেটওয়ার্ক তৈরি করে, যা দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত আমাদের সদস্যদের জন্য সাহায্যপ্রদ ও সহায়ক হতে পারে।”
তিনি আরও বলেন, “এই সংগঠনটি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে আজ এই পর্যায়ে পৌঁছেছে, এবং আমি দৃঢ় বিশ্বাস করি যে আমরা একে অপরের সহায়তায় ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারব। আমি সকল সদস্যকে তাদের দায়িত্ব সততার সাথে পালন করতে এবং এই সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানাচ্ছি।”
ঢাকার জজকোর্ট আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন বলেন, “ভৈরবের অনেক লোক দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যা অনেকেই জানেন না। কাজের ব্যস্ততায় আমরা একসাথে কখনও হতে পারি না। আমাদের চাকরি ক্ষেত্রসহ পারিবারিকভাবে অনেক সমস্যা থাকে। এই সংগঠনের মাধ্যমে আমরা সবসময় একে অপরের পাশে দাঁড়াতে পারি এবং সকল সমস্যার সমাধান খুঁজে পেতে পারি। ঐক্যবদ্ধ থাকলে আমরা এগিয়ে যেতে পারব।”
সংগঠনের প্রধান উপদেষ্টা বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, “এই সংগঠনটি এক যুগ আগে প্রতিষ্ঠিত হয়েছে। ভৈরবের কৃতি সন্তান ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সরকারি চাকরিজীবীরা এর সদস্য। গত ১২ বছরে সংগঠনটি অনেক অগ্রগতি লাভ করেছে। আমি সকলকে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দিচ্ছি। যদি আমরা একে অপরকে সহযোগিতা করি এবং সংগঠনের পাশে দাঁড়াই, তাহলে দেশ ও সমাজ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, “ঈদপূর্ণমিলনী এমন একটি মুহূর্ত যেখানে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে আমাদের সম্পর্কের শক্তি আরও দৃঢ় করতে পারি। এই ধরনের উদ্যোগ সংগঠনের সদস্যদের মধ্যে বন্ধুত্ব এবং সহযোগিতা বাড়িয়ে তোলে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এছাড়াও, সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল্লাহ তপন বলেন, “এই সংগঠনটি শুধু কর্মক্ষেত্রের সমস্যা সমাধান নয়, বরং আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকেও একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। আমরা বিশ্বাস করি, একে অপরের পাশে দাঁড়িয়ে আমরা নতুন উদ্যমে দেশের উন্নতির জন্য কাজ করতে পারব।
আলোচনা সভা শেষে ভৈরব সরকারি চাকুরিজীবী ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটি (২০২৫-২০২৭) সালের ঘোষণা করা হয়। এতে নতুন সভাপতি মোঃ মাসুদ রানা (বিসিএস – ট্যাক্স) ও সাধারন সম্পাদক মোঃ সফি উল্লাহ তপন ( বিসিএস- এডমিন) নির্বাচিত হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের ১নং সহ-সভাপতি মো: মাহিন রহমান মোল্লা।
অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এবং আগামী বছরের জন্য নতুন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশ ও সমাজের উন্নয়নে আরও গুরুত্ব সহকারে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Leave a Reply