ভৈরবে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে কালীপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। (১ এপ্রিল) মঙ্গলবার সকালে কালীপুর হাই স্কুলে মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন ও ব্লাড ফাইটার্স অব ভৈরব এর সার্বিক সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসীসহ পাশ্ববর্তী বিভিন্ন এলাকার প্রায় এক হাজার মানুষ সেবা নেয়।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে হেলথ চেকআপ,মেডিসিন, স্কিন,দাতেঁর চেকআপসহ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং এবং ওজন পরিমাপ সেবা দেওয়া হয়েছে। এছাড়া এক হাজার রোগিকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসাপত্র ও পরামর্শ প্রদান করেন।
এতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার। তারা হলেন,অধ্যাপক ডাঃ মোঃ সেলিম রেজা, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন, বিভাগীয় প্রধান – চক্ষু বিভাগ, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট। ডাঃ মোজাম্মেল হক জুয়েল সহযোগী অধ্যাপক,, শিশু বিভাগ পিজি হাসপাতাল ঢাকা।ডাঃ মাসুদ রানা, মেডিসিন, ডায়াবেটিস, চর্ম ও যৌন রোগ চিকিৎসক। ডাঃ আশরাফুল আলম,চর্ম ও যৌন চিকিৎসক ডিডিভি পিজি হাসপাতাল ঢাকা।
ডাঃ আব্দুল আউয়াল,অর্থোপেডিক্স রোগ চিকিৎসক।ডাঃ তাসনোভা ফারজিন আঁখি,গাইনী রোগ চিকিৎসক।ডাঃ আশিক হোসেন বিডিএস ( দন্ত) রোগ চিকিৎসক। ডাঃ ইমরান মাহমুদ চৌধুরী জেনারেল ও গাইনী সার্জন। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরিক্ষা করা হয়।তাছাড়া বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত ২০ জন ছাত্র সহকারী হিসেবে কাজ করেন।
এই বিষয়ে কালিপুর স্টুডেন্টস এ্যাসোসিয়েশন সভাপতি রেদোয়ান আহমেদ বলেন, আমরা ২০২১ সাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটি চালু করি। প্রতিবছর ঈদ-উল-ফিতরের পর দিন এই আয়োজনটি করে থাকে। এতে আমাদের ভৈরবের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারা উপস্থিত থেকে চিকিৎসা দিয়ে থাকেন। এই বছর আমাদের এখানে ৮ জন বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেলে অধ্যয়নরত ২০ জন ছাত্র সহকারী হিসেবে কাজ করছেন। এর বাহিরে সংগঠন ও এর বাহিরে আরো অনেকে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম বলেন, আজকে আমরা ১ হাজার উপর রোগীদের সেবা দিতে পেরেছি। আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ধনি-গরিব সবাই আসেন চিকিৎসা সেবা নিতে। আমাদের ক্যাম্পেউনে রোগীদের চেকআপ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং করা হয়েছে। এছাড়া রোগীদের কেনো সমস্যা ধরা পরলে ডাক্তাররা তােদের প্রেসক্রিপশন লিখে দিচ্ছেন। এর পাশাপাশি পরামর্শ ও দিচ্ছেন। আমাদের এই ক্যাম্প সকাল ৯ থেকে শুরু দুপুর ১টাই শেষ হয়। এতে আমাদের কালিপুর ছাড়া বিভিন্ন এলাকা থেকেও রোগে এসেছেন। আমারা ১ হাজারের উপর রোগীদের সেবা দিতে পেরেছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
ডা: মোজাম্মেল হক জুয়েল বলেন, প্রতি বছরই ঈদের পরদিন কালীপুর স্টুডেন্ট এসোসিয়েশন এই মেডিকেল ক্যাম্পটি করে থাকে। আমিও এই সংগঠনের সদস্য। আমিসহ কালীপুর গ্রাম ছাড়াও ভৈরবের বিভিন্ন এলাকা থেকে অনেক ডাক্তার এখানে আসে এই ক্যাম্পে চিকিৎসা সেবা দিতে। সংগঠনটি শুধু মেডিকেল ক্যাম্প নয়, আরও সমাজের নানাবিধ বিষয় নিয়ে কাজ করে থাকেন।
ডা: সেলিম রেজা বলেন, আমরা কালীপুর স্টুডেন্ট এসোসিয়েশন এর আয়োজনে এলাকা ও এলাকার বাহিরের ডাক্তারদের নিয়ে সুন্দর শৃঙ্খলাভাবে একটি মেডিকেল ক্যাম্প করতে পেরেছি। সেই জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ। আর ভবিষ্যতেও তারা আরও সুন্দর করে মেডিকেল ক্যাম্প পরিচালিত করে সেই প্রত্যাশা করছি।
ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজি মো: শাহীন বলেন, ধারাবাহিক ভাবে প্রতি বছরই কালীপুর স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে সবার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকে।
এই ক্যাম্পে কালীপুরসহ ভৈরবের বেশ কয়েকজন নামী দামী ডাক্তারগণ তাদের ক্যাম্পে উপস্থিত হয়ে চিকিৎসা দিয়ে থাকে। এটা আমাদের জন্য একটা ভালো দিক। তিনি আরও বলেন, ডাক্তার ও জণপ্রতিনিধিদের কোন সময় অসময় নাই,কারণ তারা সর্বদা সেবা দিয়ে থাকেন। আমি ও আমার এলাকার পক্ষ থেকে ডাক্তার ও সংগঠনের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই। সেই সাথে তারা যেন এই মেডিকেল ক্যাম্পটি আরও বড় করে করতে পারে সর্বাধিক সহযোগিতা ও আন্তরিক প্রত্যাশা রইলো।
Leave a Reply