আই.কে.এফ.এম. অ্যালামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও নৌ-বিহার-২০২৫ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরবের ঐতিহ্যবাহী ইসলামপুর (কালীপুর) এম.আই.ফাজিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন “আই.কে.এফ.এম. অ্যালামনাই এসোসিয়েশন” পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বিশেষ ঈদ পুনর্মিলনী ও নৌ-বিহার ২০২৫ আয়োজন করে। আজ (১ এপ্রিল ) মঙ্গলবার, মেঘনা নদীতে লঞ্চ ভ্রমণের মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আয়োজনে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কার্যকরী কমিটি (২০২৫-২৭) এর সভাপতি মোশিউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এনামুল হক। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম।
পুনর্মিলনী অনুষ্ঠানটি উদ্বোধন করেন উক্ত মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা মাওলানা মোহাম্মদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টাগণ- আসাদুজ্জামান, আবুল বাশার মোহাম্মদ নোমান, মতিউর রহমান, মোঃ আল আমিন। এছাড়া প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল বাসেদ, মোঃ শফিকুল ইসলাম।
কার্যকরী কমিটি (২০২৫-২৭) এর অন্যান্য নেতৃবৃন্দ
এছাড়াও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবারবর্গ, বর্তমান ছাত্র-ছাত্রী, তাঁদের অভিভাবক এবং সংগঠনের অনারারি সদস্যগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি
উল্লেখ্য, আই.কে.এফ.এম. অ্যালামনাই এসোসিয়েশন (১৭ই মার্চ, ২০২৪) প্রতিষ্ঠিত হয়। এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন, যার উদ্দেশ্য ইসলামপুর (কালীপুর) এম.আই. ফাজিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা ও সেতুবন্ধন তৈরি করা।
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় ঈদ পুনর্মিলনী
নৌ-বিহার ও পুনর্মিলনী অনুষ্ঠানে সদস্যদের অংশগ্রহণ ছিল ব্যাপক। এক আনন্দঘন পরিবেশে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
Leave a Reply