ভৈরবে গরিব ও অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জে ভৈরবের সর্ববৃহৎ অরাজনৈতিক মানবিক ও অপরাধ নির্মূল মূলক সংগঠন ছাত্র ও যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।(২৮ মার্চ) শনিবার বিকেল ৫ টার দিকে এল এস ডি গোডাউনে এ খাদ্যা সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক এবং ছাত্র ও যুব সমাজের সকল এডমিন, মডারেটর ও সদস্যৃবৃন্দ। পরে বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারের মাঝে ১ কেজি পোলাও এর চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১টি ফ্যামিলি প্যাকেট নুডুলস, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট হালিম, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ সহ মোট ৮টি আইটেম এর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারগুলো।
Leave a Reply