কুলিয়ারচরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন
মোঃ নাঈমুজ্জামান নাঈম,
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে, সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি, সকল সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল আটটায় বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গনে স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ পরে থানা সংলগ্ন মাঠে সমাবেশ ও কুচকাওয়াজ, আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটি শুভ উদ্বোধন করা হয়। পরে শহিদ/প্রয়াত মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত শেষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। বিকেলে বীর মুক্তিযোদ্ধা বনাম উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এর আগে গত সোমবার দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্- জো্হরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এমএ হান্নান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এনামুল হক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলমসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী
Leave a Reply