ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কারাগারে
নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় (২২ মার্চ) শনিবার রাতে উপজেলার শ্রীনগর থেকে জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মো. জাকির হোসেন শ্রীনগর এলাকার মৃত মো: মইজ উদ্দিনের ছেলে। শ্রীনগর কনফিডেন্স মডেল কিন্ডারগার্টেন স্কুলের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির অভিভাবক সদস্য। এছাড়া তিনি শ্রীনগর মহিলা আওয়ামী লীগের সভাপতি নেভি আক্তার কবিতার ভাই।
অন্যদিকে, সুমা বেগম শ্রীনগর ইউনিয়নের সৌদি প্রবাসী ছিদ্দিক মিয়ার স্ত্রী এবং পাঁচ সন্তানের জননী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার শ্রীনগর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘ দিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছে জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেয় ধর্ষিতা। এতে অভিযুক্ত জাকির হোসেন অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টাও ওই নারী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসীরা আরও জানায়, অভিযুক্ত জাকির হোসেন অত্র এলাকায় তার বিরুদ্ধে একাধিক নারীদের হয়রানির অভিযোগ রয়েছে।
এ ঘটনায় গতকাল শনিবার ধর্ষিতা নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করেন। ফলে রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ।
৫ সন্তানের জননী ও প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জাকির হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী। ওসি আরও বলেন, আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply