ভৈরবে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ভৈরব প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ভৈরবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মার্চ) ভৈরব বাজারের ঐতিহ্যবাহী ভৈরব সরকারি কেবি পাইলট হাই স্কুল প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মংসিংহ বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো: শরিফুল আলম।
ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, ভি-পি সাইফুল ইসলামিক, মো: নুরুজ্জামান, ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজি মো: শাহীন, সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান।
যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন সুজন, পৌর যুবদলের আহবায়ক হানিফ মাহমুদ, সদস্য সচিব জোবায়ের মাহমুদ আফজাল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নিয়াজ মুর্শেদ আঙ্গুর, সদস্য সচিব আরিফুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর রাজন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, সদস্য সচিব আরিফ মোহাম্মদ ফরহাদ। পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাম রহমান, সদস্য সচিব মুকিত আব্দুল্লাহ ফারুকী।
এছাড়া এসময় ১,২ ও ৩ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
উপস্থিত বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা এবং মুক্তি দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠান শেষে অতিথিরা এবং আগত মুসল্লিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
Leave a Reply