কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার ভৈরব -কুলিয়ারচর সার্কেলের মো. নাজমুস সাকিব
ভৈরব প্রতিনিধি
ভৈরব – কুলিয়ারচর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব কে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
বৃহস্পতিবার (২০মার্চ) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিপিএম শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ভৈরব কুলিয়ারচর থানার সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব-এর নাম ঘোষণা করেন।
পাশাপাশি উপজেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পুরস্কারও লাভ করে ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানি।
পুলিশ সূত্রে জানায়, গত ফেব্রুয়ারি মাসে ওয়ারেন্ট তামিল, অন্যান্য আসামি গ্রেপ্তার, মাদক মামলার আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং দুই থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার ক্ষেত্রে অবদান রাখায় ভৈরব সার্কেলকে জেলার শ্রেষ্ঠ সার্কেল এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবকে নির্বাচিত করা হয়।
Leave a Reply