ভৈরবে এসএসসি ২০০২ ও ২০০৪ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নাজির আহমেদ আল-আমিন
সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে কিশোরগঞ্জের ভৈরবে এসএসসি ২০০২ ও ২০০৪ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২১ মার্চ) শুক্রবার শহরের ফুড ফেরাডাইস রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়। ব্যাচের বন্ধু জনি আলম, আক্তারুজ্জামান আক্তার, রায়হান জনি,মামুন,আনিস এর উদ্যোগে অনুষ্ঠানে দুই ব্যাচের সাবেক শিক্ষার্থীরা একত্রিত হয়ে আত্মীয়তার বন্ধন আরও মজবুত করার পাশাপাশি রমজানের পবিত্রতা ও বিভিন্ন গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করেন।
ইফতারের আগে সবার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশগ্রহণকারী সবাই পরস্পরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরবের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন মিলনমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে, যা বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে। বন্ধুদের নিয়ে সুন্দর একটি আয়োজন সফল করার জন্যে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন ও বিশেষ ধন্যবাদ আজকে যারা উপস্থিত হয়েছো। এছাড়া যে সকল বন্ধুরা বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে যারা আসতে পারোনি সবাইকে ভীষণ মিস করেছি আমরা।তবে আশা রাখছি ভবিষ্যতের কোন অনুষ্ঠানে তোমরা সবাই উপস্থিত থাকবে।
Leave a Reply