ভৈরব রেলওয়ে স্টেশনে দুই পায়ে লুকানো গাঁজাসহ নারী আটক
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিশেষ কায়দায় পায়ে লুকানো এক কেজি গাঁজাসহ জান্নাতুল ফেরদৌস (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ। (১৮ মার্চ) মঙ্গলবার রাত ৭টার সময় স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জান্নাতুল ফেরদৌস ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপিনগর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে এবং তিনি স্বামী পরিত্যক্তা।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলি ট্রেনে এক নারী মাদক নিয়ে আসছেন। ট্রেনটি স্টেশনে পৌঁছালে সন্দেহভাজন ওই নারীকে আটক করা হয়। পরে থানায় এনে নারী পুলিশ দিয়ে তল্লাশি করে তার দুই পায়ের হাঁটুর নিচে বিশেষ কায়দায় লুকানো এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply