কুলিয়ারচর বাজারে ইট-বালুর ট্রাক চলাচল বন্ধ
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত, নির্ধারিত সময়ে লরি, টমটম, ট্রাক চলাচল ও মালামাল লোড আনলোড করা, অটোরিকশা ও সিএনজি’র অস্থায়ী বাসস্ট্যান্ডের জায়গা নির্ধারণসহ নিয়মমেনে বালুর ট্রাক চলাচলের বিষয়াদি নিয়ে বাজার ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর ও এসএসসি পরীক্ষা সামনে রেখে এ মতবিনিময় সভা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত মোতাবেক জানা যায়, বাজারের ভিতর সকাল ৮টা হইতে রাত ৮টা পর্যন্ত লরি, টমটম, ট্রাকসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে ও মালামাল লোড আনলোড করা যাবে না এবং এসব গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। বাজারে যাদের স্থায়ী দোকানের সামনে ও ফুটপাত দখলমুক্ত করতে হবে। যদি স্থায়ী দোকান মালিকরা তাদের দোকানের সামনে ফলের দোকান, পান-সুপারীর দোকান, বিকাশ ও নগদের দোকান বসিয়ে ভাড়া আদায় করলে ঐ দোকান মালিকদের আইনের আওতায় আনা হবে। বাজারের অটোরিকশা ও সিএনজির অস্থায়ী স্ট্যান্ড হিসেবে রবিনসন মার্কেটের সামনে নিউটাউন, বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদের সামনে পুরাতন হাসপাতাল প্রাঙ্গণ ও সাবরেজিস্টার অফিসের সামনে খোলা জায়গা ব্যবহার করবে। এছাড়া বাজারের ভিতরে কোনো ইট-বালুর ট্রাক চলাচল করবে না ও নিয়মমেনে ত্রিপল দিয়ে ইট-বালু ঢেকে নেয়া ও ওভারলোড না করা।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম, কুলিয়ারচর বাজারের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাদাত হোসেন শাহ আলম, হোমিওপ্যাথিক চিকিৎসক হান্নান শাহ, বিশিষ্ট ইলেকট্রনিকস ব্যবসায়ী ও উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, রড সিমেন্ট ব্যবসায়ী মোঃ মিল্লাত মিয়া, হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন, কাপড় ব্যবসায়ী মোঃ আবু সাঈদ ও হরেণ, চাউল ব্যবসায়ী জনি ও বাচ্চু মিয়া, ইট-বালু ব্যবসায়ী মোঃ মামুন মিয়া, টিন ও হার্ডওয়্যার ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম, ফিড ব্যবসায়ী আশফাক আহমেদ, কাঠ ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিনসহ স্থানীয় সাংবাদিক প্রমুখ।
Leave a Reply