ভৈরবে ১১ ও ১২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাস উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের কালিপুর মধ্যপাড়া কালিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভৈরব পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন-এর আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, সহ-সভাপতি মো. জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন সুজন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. মোবারক হোসেন, পৌর বিএনপির নেতৃবৃন্দ— মো. মাসুম বিল্লাহ, জাকারিয়া ফারুক, এডভোকেট মাহাবুব আলমসহ ১১ ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের সদস্যরা।
এছাড়াও, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। বিএনপি নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলকে সুসংগঠিত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Leave a Reply