শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ভৈরব উদয়ন স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন
ভৈরব প্রতিনিধি
সারাদেশে শিশু নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।(১৩ মার্চ) বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এ ভৈরব উদয় স্কুলের আয়োজনে এ কর্মসূচি পালন করে তারা। এতে শিক্ষার্থীসহ অভিভাবকরাও অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, শিশু ধর্ষণ ও যৌন হয়রানী বন্ধে অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাহলেই সমাজে এই ধরনের অপরাধ কমে আসবে বলে মনে করেন তারা।
Leave a Reply