রমজান মাসে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ,ভৈরব গোস্ত হাউজের একজনকে জেল-জরিমানা
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে পবিত্র রমজান মাসে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ভৈরব গোস্ত হাউজের কর্তৃপক্ষ হোসেন মিয়াকে ২৫ হাজার জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে পৌর শহরের গাছতলাঘাট এলাকায় ভৈরব গোস্ত হাউজ নামের একটি মাংসের দোকানে ক্রেতারা গরুর মাংস কিনতে যান। তখন এক প্রত্যক্ষদর্শী জানতে পারেন, কসাই খুরশিদ মিয়া অসুস্থ হয়ে মারা যাওয়া একটি গরু দ্রুত জবাই করে মাংস বিক্রি করছেন।
এ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে দোকানটি ঘেরাও করেন এবং প্রতিবাদ জানান। খবর পেয়ে ভৈরব উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কসাই খুরশিদ মিয়া নিজেই তার অপরাধ স্বীকার করেন।
আইনি ব্যবস্থা ও প্রশাসনের বক্তব্য
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনব শারমিন বলেন” আমরা রমজান মাস আসার আগেই ভৈরবের সামাজিক, সাংগঠনিক সবাইকে নিয়ে বাজার মনিটরিং করছি,সেই সুবাধে আমরা জানতে পারি শহরের গাছতলা ঘাট বাজারে ভৈরব গোস্ত হাউজে একটি অসুস্থ গরু জবাই করা হয়। এবং সরেজমিনে তদন্ত সাপেক্ষে দোকানের মালিককে ২৫ হাজার টাকা অর্থদন্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান সব সময় চলমান থাকবে।
মরা গরুর মাংস বিক্রি একটি গুরুতর অপরাধ, বিশেষ করে পবিত্র রমজান মাসে এটি আরও নিন্দনীয়। অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রতিক্রিয়া
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের অনৈতিক কাজ কেউ করার সাহস না পায়।
Leave a Reply