মোঃ নাঈমুজ্জামান নাঈম
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগানটি সামনে রেখে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার (১১ মার্চ ) বিকেল ৩টায় প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গণে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়। উক্ত কর্মসূচি শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।
জানা যায়, রমজান মাসজুড়ে এখানে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে, দুধ ৮০ টাকা লিটার এবং ডিম প্রতি আলি ৩৫ টাকা করে বিক্রি হবে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজ উদ্দিন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তারেক আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মাহমুদ হাসান খসরুসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের খামারিগণ ।
Leave a Reply