কুলিয়ারচরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর অবহিকরণ সভা অনুষ্ঠিত
মোঃ নাঈমুজ্জামান নাঈম
“ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান” এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২৫ উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আদনান আখতার-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।
অফিস সূত্রে জানা যায়, আগামী ১৫ মার্চ দিনব্যাপী সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১৬৯ টি টিকাদান ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু প্রায় ২ হাজার ৯শ ৬১ জনকে ১টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু প্রায় ২৫ হাজার ৪শ ৬০জনকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের এপিপি, সাংবাদিক ও কলামিস্ট এডভোকেট মুহাম্মদ শাহ আলম, পৌর ইমাম ওলামা পরিষদের সভাপতি ও কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি আব্দুস সালাম আজাদ, বেতিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (শিক্ষক নেতা) মোঃ মাহফুজুল হক ও কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আলিম রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা তথ্য (আপা) কর্মকর্তা শিউলি আক্তার, উপজেলা জাইকা সমন্বয়কারী রোজী পারভীন, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন -২০২৫ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আদনান আখতার।
ডাঃ আদনান আখতার বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। তিনি বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের জেরোফথ্যালমিয়া (রাতকানা ও বিটটস স্পট), হাম ও দীর্ঘমেয়াদি ডায়রিয়া, মারাত্মক অপুষ্ট রোগ হয়।
Leave a Reply