কুলিয়ারচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন
মোঃ নাঈমুজ্জামান নাঈম,
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হয়।
শুরুতে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব গাইলকাটা ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান এঁর সভাপতিত্বে এক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার ইলিয়াস ভূইয়া, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মহাব্বত, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, উপজেলা শাখার নাগরিক কমিটির সদস্য আরিফুল ইসলাম ও ফয়সাল আহমেদ তুহিন, স্থানীয় সাংবাদিক কাইসার হামিদ ও আলি হায়দার শাহিনসহ স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কুলিয়ারচর প্রেসক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম।
সভা শেষে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ ইলিয়াস ভূইয়া’র পরিচালনায় এলপি গ্যাসের আগুন নিভানোর বিভিন্ন পদ্ধতি, বস্তা, কাঁথা বা কস্বল দিয়ে আগুন নিভানো, ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার পদ্ধতি প্রদর্শন করা হয়।
Leave a Reply