1. admin@drisshopat-news.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনিসেফের তথ্যে এখনো বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু ভৈরবে পেট কেটে অপারেশন না করেই সেলাই, হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ ভৈরবে ৫০ হাজার টাকা দিয়েও মিথ্যা মামলার আসামী অটোরিকশাচালক দম্পতি: এসআই ও সোর্সের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ভৈরবে বজ্রপাতে আহত তিন নারী পাদুকা শিল্পে শ্রম ও পরিবেশ সংক্রান্ত মানোন্নয়নে মাল্টি-স্টেকহোল্ডার কনসালটেশন সভা  নববর্ষের রঙে রাঙা ভৈরব: ত্রিবেণী পাড়ে হাজারো মানুষের প্রাণের উৎসব বাংলা নববর্ষের দিনই ভৈরবে গণহত্যা করা হয়েছিল ৫ শতাধিক নিরস্ত্র লোককে  জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মো. নাজমুস সাকিব টিকে থাকার লড়াইয়ে ঐতিহ্যবাহী মৃৎশিল্প কুলিয়ারচরের কুমারপাড়ায় ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের ঘটনায় কিশোর অপরাধী আটক ভৈরবে নানার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে তলিয়ে গেল দুই বোন, পরিবারে শোকের ছায়া
শিরোনাম
ইউনিসেফের তথ্যে এখনো বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু ভৈরবে পেট কেটে অপারেশন না করেই সেলাই, হাসপাতালে চিকিৎসা গাফিলতির অভিযোগ ভৈরবে ৫০ হাজার টাকা দিয়েও মিথ্যা মামলার আসামী অটোরিকশাচালক দম্পতি: এসআই ও সোর্সের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ভৈরবে বজ্রপাতে আহত তিন নারী পাদুকা শিল্পে শ্রম ও পরিবেশ সংক্রান্ত মানোন্নয়নে মাল্টি-স্টেকহোল্ডার কনসালটেশন সভা  নববর্ষের রঙে রাঙা ভৈরব: ত্রিবেণী পাড়ে হাজারো মানুষের প্রাণের উৎসব বাংলা নববর্ষের দিনই ভৈরবে গণহত্যা করা হয়েছিল ৫ শতাধিক নিরস্ত্র লোককে  জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার মো. নাজমুস সাকিব টিকে থাকার লড়াইয়ে ঐতিহ্যবাহী মৃৎশিল্প কুলিয়ারচরের কুমারপাড়ায় ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের ঘটনায় কিশোর অপরাধী আটক ভৈরবে নানার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে তলিয়ে গেল দুই বোন, পরিবারে শোকের ছায়া

ভৈরবে ইউএনও’র দোহাই দিয়ে সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন 

  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৫৭ Time View
ভৈরবে ইউএনও’র দোহাই দিয়ে সরকারি খাল থেকে ড্রেজারে বালু উত্তোলন 
এম আর রুবেল 
কিশোরগঞ্জের ভৈরবে ইউএনও’র দোহাই দিয়ে শ্রীনগর পুরানা বাজার এলাকায় সরকারি খালে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
শ্রীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মোশাররফ হোসেন ও বাদল মিয়ার নেতৃত্বে একটি সিন্ডিকেট নতুন রাস্তা নির্মাণের জন্য গত একসপ্তাহ ধরে সরকারি খাল থেকে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট করলেও  প্রশাসন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় তাদের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের অনুমতি নিয়ে নতুন রাস্তার জন্য খাল থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে দাপটের সঙ্গে দাবি করেন শ্রীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি (সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট) মো: মোশাররফ হোসেন।
ইউএনও’র অনুমতি নিয়ে ড্রেজারে বালু উত্তোলন করার বিষয়টি অস্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন। ইউএনও জানান, বালু উত্তোলন করার জন্য লিখিত কিংবা মৌখিক কোন অনুমতি দেননি তিনি।
খোঁজ নিয়ে জানাযায়, উপজেলার শ্রীনগর পুরান বাজার এলাকায় গত একসপ্তাহ ধরে সরকারি খালে দুইটি বাংলা ড্রেজার বসিয়ে পাইব লাইনের মাধ্যমে পাশ্ববর্তী একটি খালের উপর নতুন রাস্তা নির্মাণের নামে কৃষিজমি ভরাট করার মাধ্যমে খালটিকে ডিভাইড করা হচ্ছে। এমন অভিযোগে, গত ৪মার্চ, মঙ্গলবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থল শ্রীনগর পুরান বাজার এলাকায় দেখা যায়, সরকারি খালে  দুটি বাংলা ড্রেজার বসিয়ে পাইপ লাইনের মাধ্যমে বালু উত্তোলন করে অপর একটি খালের মধ্যে দিয়ে কৃষিজমি ভরাট করে খালকে ডিভাইডিং করা হচ্ছে।
এ ঘটনার খবর পেয়ে ওইদিন ভৈরব নৌ পুলিশ ইউনিটের এএসআই কামরুল ইসলাম ও দুইজন কনস্টেবল ঘটনাস্থলে গিয়ে ড্রেজার দুটি বন্ধ করার পর নৌ পুলিশকে ইউএনও ও এসিল্যান্ডের দোহাই দিয়ে নৌ পুলিশ সদস্যদের নিয়ে পুরান বাজারে বিএনপির অফিসে গিয়ে আলোচনায় বসে শ্রীনগর ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মোশারফ হোসেন।
এঘটনা জানতে কয়েকজন সাংবাদিক উপস্থিত হন সেখানে। এসময় দেখাযায়, বিএনপি নেতা মোশারফ হোসেন  ড্রেজারে তাদের বালু উত্তোলনকে মানবিক কারণে প্রশাসনের অনুমতি থাকায় বৈধ বলে দাবি করছেন নৌ পুলিশের কাছে। তখন পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
এসময় বিএনপি নেতা আরও বলেন, গত ১মার্চ, শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৪মার্চ, মঙ্গলবার এসিল্যান্ড রাস্তার প্রকল্পটি পরিদর্শনে এসে সুন্দরভাবে কাজ শেষ করতে বলেছেন। ওইদিন দুপুরে এসিল্যান্ড ব্যক্তিমালিকানা জায়গা ভরাট  করছে এমন একটি ড্রেজারও বন্ধ করে রাস্তার প্রকল্প দেখতে আসেন এবং তাঁর কাছে জানাতে চান কতদিন লাগবে মাটি ভরাট জন্য। তখন তারা ৮/১০দিন সময়ের কথা জানালে এসিল্যান্ড তাদেরকে ড্রেজার চালাতে ১০দিনের সময় দেন বলে দাবি করেন ওই বিএনপি নেতা। এসময় বিএনপি নেতা মোশারফ হোসেন এক সাংবাদিকের প্রতিও ক্ষোভ দেখান ও ওসিকে ব্যবস্থা নিতে বলেন। তিনি বলেন, যে সাংবাদিক তাদের বালু উত্তোলনের বিরুদ্ধে নিউজ করেছে। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, তবে ওই সাংবাদিককে নোট করে রেখেছেন বলে হুমকি দিতে দেখা যায়।
এসময় এএসআই কামরুল ইসলাম নৌ পুলিশের ওসিকে ফোন দিয়ে মোশাররফ হোসেনকে কথা বলতে বলেন। তখন ওসিকেও ফোনে  ইউএনও  ও এসিল্যান্ডের দোহাই দেন ওই নেতা। বালু উত্তোলনে  যদি ইউএনও সমস্যা করে তখন তার এক আত্মীয় যুগ্মসচিব রয়েছে তার মাধ্যমে কাজ করবে এমন দাপটের সঙ্গে কথা বলেন বিএনপি নেতা।
পরে নৌ পুলিশের এএসআই কামরুল ইসলাম প্রশাসনের লিখিত বা মৌখিক অনুমতি আছে কিনা তা যাচাই-বাছাই না করেই জনস্বার্থে ড্রেজার চালু করার কথা বলে চলে যায়।এবিষয়ে কামরুল ইসলামের বক্তব্য চাইলে ওসির সাথে কথা বলতে অনুরোধ করেন।
এবিষয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি মো: মোশাররফ হোসেন এ প্রতিনিধিকে বলেন, জনস্বার্থে শ্রীনগর পুরাতন বাজার থেকে সাড়ে তিনশ ফিটের একটি নতুন রাস্তা নির্মাণের জন্য একটি প্রকল্প থেকে ৩লাখ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে ২লাখ টাকাসহ মোট ৫লাখ টাকা বরাদ্দ দেন। এছাড়াও এলাকা থেকে আরও ৫লাখ টাকা উঠানো হয় রাস্তার কাজটি করার জন্য। এবিষয়টি ইউএনওকে জানানো হয়। পরে ইউএনও প্রজেক্ট পরিদর্শনে আসেন গত ১মার্চ শনিবার। তখন ইউএনও জানতে চান রেকর্ডের রাস্তা কিনা। তখন তারা জানান, সেটি রেকর্ডের রাস্তা। এসময় ইউএনওকে জানান ১০ লাখ টাকায় রাস্তাটি সম্পন্ন করা যাবেনা এমন আবদারে ইউএনও তাদের আশ্বাস দেন একটি প্রকল্প জমা দিতে, পরবর্তীতে সরকারি টাকা আসলে তিনি ব্যবস্থা করে দিবেন। এছাড়াও তিনি ভাসমান রাস্তার জন্য তিনলাখ টাকা বরাদ্দের দাবি করেন।
তিনি আরও জানান, শ্রীনগর গ্রামে মসজিদের রাস্তার অজুহাতে নিজস্ব বাড়ি ভরাটের জন্য অবৈধভাবে ড্রেজার দিয়ে ৪ লাখ ফিট মাটি ভরাটের উদ্যোগ নেন। ওই বিষয়টি ইউএনও এ্যাসিল্যান্ড সাহেব জানার পর ৪মার্চ এ্যাসিল্যান্ড পরিদর্শন করে ড্রেজারটি বন্ধ করে দিয়ে আমাদের এখানে প্রজেক্ট দেখতে আসেন। তখন এসিল্যান্ড বলেন আপনার এই কাজ কতদিন লাগবে। তখন বলেন ১০দিনের মতো লাগতে পারে জানানো হলে এসিল্যান্ড চলে যায়।
এসময় তাকে ড্রেজারে বালু উত্তোলনের অনুমতি কে দিয়েছে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানবিক কারণে আর সরকারি রাস্তা হিসেবে বলেছে করার জন্য। কয়েক মাস পর পানি চলে আসবে তাই নিজ উদ্যোগে পাবলিকের কাছ থেকে টাকা উঠিয়ে কাজটি করতেছেন বলে জানান।
এবিষয়ে ভৈরব নৌ-থানার ইনচার্জ মোঃ রাশেদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তখন এলাকাবাসী জানান, ইউএনও ও এসিল্যান্ড মহোদয়ের অনুমতি নিয়ে রাস্তা নির্মাণের জন্য বালু উত্তোলন করছে তারা। ড্রেজারে বালু উত্তোলন বৈধ নাকি অবৈধ ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর ব্যবস্থা গ্রহণ না করে চলে আসার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এসিল্যান্ডের সাথে কথা বলে লিখিত অনুমতির কাগজ না পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমদ রাফি বলেন, বালু উত্তোলনের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স। দরখাস্ত করেই কেউ বালু উত্তোলন করতে পারবেনা। গতকাল বৃহস্পতিবার নৌ পুলিশ পাঠিয়ে দুটি ড্রেজারই বন্ধ করা হয়েছে। যদি অভিযোগ পাই পুনরায় ড্রেজার চালু করেছে তখন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রাস্তাটি কৃষি জমি ভরাট করে তৈরি হচ্ছে কিনা এবিষয়ে তদন্তের জন্য ইউএনও স্যার দায়িত্ব দিয়েছেন। তদন্ত করে ইউএনওকে প্রতিবেদন দিবেন বলে জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, শ্রীনগর পুরান বাজার এলাকায় খাল থেকে বালু উত্তোলন করার জন্য কাউকে লিখিত কিংবা মৌখিক কোন অনুমতি দেননি তিনি। শনিবার সন্ধ্যায় রাস্তার প্রকল্প দেখতে যান তিনি। সেখানে তিনি জানতে চান খালের উপর রাস্তাটি রেকর্ডের কিনা। তাছাড়া একটি ব্রীজ রয়েছে, সে ব্রীজটি নিয়ম মাফিক তৈরি হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এবিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি।
এসিল্যান্ড অফিসকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।
এঘটনায় সাংবাদিকরা তথ্য উপাত্ত সংগ্রহ করে ইউএনও এবং নৌ পুলিশের ওসির বক্তব্য নেয়ার পরদিন ৬ মার্চ, বৃহস্পতিবার নৌ পুলিশের এসআই নাছির উদ্দীন ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার বন্ধ করে দিয়ে আসলেও রহস্যজনক কারণে ড্রেজার জব্দ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন উঠেছে পুলিশ ও প্রশাসনের ভুমিকা নিয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category


Development: BTMAXHOST