কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ নাঈমুজ্জামান নাঈম
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কুলিয়ারচর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা ।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা,
কুলিয়ারচর থানা ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তমাল কান্তি মল্লিক, কুলিয়ারচর প্রেস ক্লাবের আহবায়ক সদস্য মোঃ নাঈমুজ্জামান নাঈম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, সাংবাদিক আলি হায়দার শাহিন, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক রুবিনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষণার্থী।
Leave a Reply