কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন
সভাপতি শহিদুল, সম্পাদক রতন নির্বাচিত
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. শহিদুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম রতন।
বুধবার রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান স্বাক্ষরিত রেজাল্ট শিটে এ তথ্য পাওয়া যায়।
সভাপতি পদে মো. শহিদুল আলম ৪২১ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাল উদ্দিন পান মাত্র ৮০ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম রতন ২৯১ ভোট পেয়ে বিজয়ী হন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন পান ১৩৪ ভোট।
সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. মানিক (২৯৯) ও মো. আব্দুর রাশিদ ভূইয়া (২৯৫), সহ-সাধারণ সম্পাদক পদে নাদিরা সুলতানা সোমা (২৫১) ও শাহিনুর কলি (২৪৫) বিজয়ী হয়েছেন।
লাইব্রেরি সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল বোখারী ৩০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে এ এম ছাজ্জাদুল হক ৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অডিটর পদে আবু বাক্কার সিদ্দিক মিলন ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়াও সদস্য পদে ৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তারা হলেন কফিল উদ্দিন, আবু তাহের হারুন, আহসানুজ্জামান নাসির, সারোয়ার জাহান সাদি, মো.সোহাগ মিয়া। এর আগে বুধবার ৫ মার্চ জেলা আইনজীবী সমিতির ভবনের নিচতলায় সকল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
২০২৫-২৬ মেয়াদের এ নির্বাচনে এবার ১৪টি পদের জন্য ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট এসএম মাহবুবুর রহমান।
নির্বাচনে ৬০৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আইনজীবী সমিতির নেতা নির্বাচিত করেন।
Leave a Reply