ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ব্যবসায়ীদের জরিমানা
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। শনিবার (১ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ভৈরব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি।
অভিযান চলাকালে বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানের খবর পেয়ে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যান। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্য রাখার দায়ে নয় ব্যবসায়ীকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখা ও ফুটপাত দখলমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে, পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাসিমা বেগম,পৌরসভার লাইসেন্স পরিদর্শক মো: আক্তারুজ্জামান আক্তার, ভৈরব শহর পুলিশ ফাড়ির সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তারা সহযোগীতাসহ উপস্থিত ছিলেন।
Leave a Reply