কুলিয়ারচরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ) দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালিত্তোর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জো্হরা।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাকীন মাশরুর খান, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, রামদী ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, ফরিদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন, উসমানপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা কাজল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা পরিষদের সিএ ওবায়দুল্লাহ সুজন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Leave a Reply