দৃশ্যপট নিউজ ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিভেদের রাজনীতি পরিহার করতে হবে। তিনি সতর্ক করে বলেছেন, যদি নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলতে থাকে, তাহলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে।
মঙ্গলবার ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক ফটো এক্সিবিশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে সব মতপার্থক্য দূর করতে হবে। সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী এবং এটিকে শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা ন্যায় ও নীতির পথে থাকব। আমাদের লক্ষ্য জাতিকে সুন্দর একটি অবস্থানে রেখে সেনানিবাসে ফিরে যাওয়া। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করা থেকে বিরত থাকুন। আমাদের সহযোগিতা করুন, আক্রমণ নয়।”
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা নির্বাচনের দিকেই এগোচ্ছি। ১৮ মাসের কথা বলেছিলাম, ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।”
সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, “আমি আগেই বলছি, পরে যেন কেউ বলতে না পারে যে সতর্ক করা হয়নি। দেশকে অস্থিতিশীল করবেন না, কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন।”
জাতীয় শহীদ সেনা দিবসে আয়োজিত এ অনুষ্ঠানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, প্রবীণ সেনাসদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply