দৈনিক যুগান্তর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ভৈরব প্রতিনিধি
দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক যুগান্তর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।(২৩ ফেব্রুয়ারি) রবিবার সকালে ভৈরব প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব মো: সোহেলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেয় দৈনিক যুগান্তর পত্রিকার ভৈরব প্রতিনিধি মো: আসাদুজ্জামান ফারুক।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল-মামুন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ভৈরব প্রতিনিধি মো: তুহিন মোল্লা, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: সুমন মোল্লা,দৈনিক মানবকণ্ঠের ভৈরব প্রতিনিধি মো: আক্তারুজ্জামান আক্তার।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ভৈরবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দৈনিক যুগান্তর-এর নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনায় আরও অতিথিরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
Leave a Reply