ভৈরবে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে চার লক্ষ টাকা অর্থদন্ড
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ খাদ্য অধিদপ্তরের বিশুদ্ধ খাদ্য আদালতের বিশেষ অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।(১৫ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে ভৈরব বাজার এলাকায় ভোক্তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট বিশিষ্ট খাদ্য আদালত মো: আরিফুল ইসলাম।
বিশুদ্ধ খাদ্য আদালতের কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, অভিযানে বিভিন্ন বিস্কুট বেকারি, চানাচুর, সেমাই, ও মুড়ি বাতাসা, মিরছি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ খাদ্য, অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহারসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট চার লক্ষ টাকা অর্থদন্ড করা হয় এবং কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
এসময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট বিশিষ্ট খাদ্য আদালত মো: আরিফুল ইসলাম বলেন, মানব দেহের জন্য খাদ্যে ভেজাল জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই, ভৈরবে ভেজাল খাদ্য,নোংরা পরিবেশ অনিয়মের জন্য তিন খাদ্য উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানকে চার লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এদের মধ্যে খাজাঁ ফুড প্রোডাক্টকে নিরাপদ খাদ্য আইনের ৩২ ধারার আইনে দুই লক্ষ টাকা,তালুকদার ফুড প্রোডাক্টকে ৩৮ ধারা আইনে এক লক্ষ টাকা ও মোল্লা ফুড প্রোডাক্টকে ৩৮ ধারা আইনে এক লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া মুন্না চানাচুর কারখানাকে সতর্ক করে গোয়েন্দা নজরদারিতে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। আর তাদের এই অভিযান অব্যহত থাকবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: রোমান আহমেদ, জেলা খাদ্য কর্মকর্তা আশরাফুল ইসলাম, জেলা সেনেটারী ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল,উপজেলা সেনেরারী ইন্সপেক্টর নাসিমা বেগম, ভৈরব থানার পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply