ভৈরবে শিয়ালের কামড়ে শিশুসহ ১৭ জন আহত, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বন্য শিয়ালের আক্রমণে শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। (৯ ফেব্রুয়ারি) রবিবার রাতে শহরের কমলপুর ও নিউটাউন এলাকায় শিয়াল প্রবেশ করে হঠাৎ লোকজনের ওপর হামলা চালায়। পরে আজ সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদিকে রাতেই এলাকার লোকজন শিয়ালকে মেরে ফেলেছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেকসিন না থাকার অভিযোগ ভুক্তভোগীদের।
এতে তিনজন নারী, একজন শিশু ও চারজন পুরুষ আহত হয়েছে। এদের মধ্যে ঝর্ণা, শফিক, ফরিদ, রুনা, বৃষ্টি, আদিবা, রিনা তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এছাড়া বাকী আহতরা বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছে।
কমলপুর এলাকার সুমন মিয়া জানায়,রবিবার রাতে ট্রমা হাসপাতালের ঝোপঝাড় থেকে হঠাৎ করে এক পাগলা শিয়াল এলাকায় এসে আক্রমণ শুরু করলে এতে ১৫-১৭ জন আহত হয়েছেন। পরে রাতেই এলাকার পোলাপান পাগলা শিয়ালকে মেরে কবর দিয়েছে। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভেকসিন না থাকায় ভোগান্তিতে রয়েছে রোগীরা।
কমলপুর গ্রামের বাসিন্দা শফিক ও ফরিদ জানায়, আমাদেরকে হঠাৎ করে মধ্য রাতে এক শিয়ালের আক্রমণ করেছে। এলাকার সবাই এখন শিয়াল আতংক রয়েছে।
ঝর্ণা বেগম জানায়, আমি সন্ধ্যার সময় দোকান থেকে ফিরছিলাম, তখন হঠাৎ একটি শিয়াল আমার পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেয়। কোনোভাবেই সরাতে পারছিলাম না। আমার চিৎকার শুনে লোকজন ছুটে আসে, তখন শিয়াল পালিয়ে যায়।
রুনা বেগম জানায়, আমি উঠানে কাজ করছিলাম, তখন পেছন থেকে একটা শিয়াল এসে আমার হাতে কামড়ে ধরে। কোনো কিছু বোঝার আগেই ওটা দৌড়ে পালিয়ে যায়। এমন ভয়ংকর ঘটনা আগে কখনো দেখিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আব্দুল করিম বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আসা ৭জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।অনন্য আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।তবে এখানে আসা কারও অবস্থা গুরুতর নয়। আর আমাদের এখানে বর্তমানে ভেকসিন সংকট রয়েছে।আশা করছি তাড়াতাড়িই ভেকসিন সংকট দুর হবে।
স্থানীয়দের ধারণা, বন ও ফসলি জমি কমে যাওয়ার ফলে খাদ্যের সন্ধানে শিয়ালগুলো লোকালয়ে প্রবেশ করছে। তাছাড়া খাদ্যের সংকট বা জলাতঙ্ক রোগের কারণেও তারা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।
Leave a Reply