উদ্বোধনের দিনই শেষ দুই দিনব্যাপী ভৈরবের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, শিক্ষার্থীদের হতাশা
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলার আয়োজন ছিল দুই দিনব্যাপী। তবে উদ্বোধনের দিনই মেলা শেষ হয়ে যাওয়ায় হতাশ হয়েছেন শিক্ষার্থী ও দর্শনার্থীরা। (২৯ জানুয়ারি) বুধবার অনেকে মেলা দেখতে এসে ফিরে গেছেন।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে। উদ্বোধনের পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বৈজ্ঞানিক উদ্ভাবন ও প্রকল্প প্রদর্শন করেন। কিন্তু সন্ধার পরেই অধিকাংশ স্টল গুটিয়ে নেওয়া হয়, যার ফলে দ্বিতীয় দিনে মেলার আর কোনো কার্যক্রমই ছিল না।
মেলার সময়সূচি অনুসারে, দুই দিনব্যাপী এ আয়োজনের কথা থাকলেও অনেক দর্শনার্থী ও শিক্ষার্থী দ্বিতীয় দিনে এসে মেলা বন্ধ দেখে হতাশ হন।
এক শিক্ষার্থী জানান, আমি ও আমার বন্ধুরা দ্বিতীয় দিনে মেলায় আসার পরিকল্পনা করেছিলাম। কিন্তু এসে দেখি সব ফাঁকা। এটা খুবই দুঃখজনক।
আরেক দর্শনার্থী বলেন, আমার ছোট ভাই বিজ্ঞানপ্রদর্শনী দেখতে চেয়েছিল। কিন্তু মেলা আগেই শেষ হয়ে যাওয়ায় ও খুব মন খারাপ করেছে। প্রশাসনের আরও ভালোভাবে পরিকল্পনা করা উচিত ছিল।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মেলার আয়োজন ও সমন্বয়ের অভাবেই এটি নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছে। অনেকেই মনে করছেন, যদি মেলার স্টলগুলোর কার্যক্রম মনিটরিং করা হতো, তাহলে এ সমস্যা এড়ানো সম্ভব ছিল।
এক অভিভাবক বলেন, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা বিজ্ঞান ও প্রযুক্তির দিকে আরও আগ্রহী হোক। কিন্তু এমন অনিয়ম হলে তাদের উৎসাহ নষ্ট হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন বলেন, মেলাটি দুই দিনব্যাপীর জন্যই। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার জন্যই তাড়াতাড়ি শেষ হয়েছে। তবে আমাদের প্রস্তুতি রয়েছে। মেলায় অংশগ্রহণে শিক্ষার্থীরা যদি আসে তাহলে মেলা চলবে।
ভবিষ্যতে স্থানীয়দের প্রত্যাশা, আগামী বছরগুলোতে এই ধরনের আয়োজনে আরও পরিকল্পনা ও সমন্বয় থাকবে, যাতে দর্শনার্থীরা পূর্ণাঙ্গভাবে উপভোগ করতে পারেন।
Leave a Reply