তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।(২৮ জানুয়ারি) দুপুরে রেলওয়ে স্টেশন সড়কে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রেদুয়ান রাফি, পৌরসভার সচিব ওমর ফারুক, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, ভৈরব স্টেশন মাস্টার মো:আলী ইউসুফ।
এছাড়াও ভৈরব পৌরসভা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অভিযানটি পলাশ সিনেমা হল থেকে স্টেশন সড়ক ও ড্রেন পরিস্কার করার পাশাপাশি মশার লার্ভা ধ্বংস করার উদ্দেশ্যে বিশেষভাবে পরিচালিত হয়।
এসময় পৌর প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হচ্ছে। আমরা জানি ভৈরব পৌরসভার মধ্যে রেলওয়ে স্টেশন সড়ক এলাকাটি ময়লা আবর্জনার ডাম্পিং হিসেবে ব্যবহার করার কারণে সবার নজরে পড়ে। তাই সেই হিসেবে এই সড়কটিকে আগে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি। আমাদের এই অভিযান শুধু তারণ্য উৎসব ২০২৫ হিসেবে থাকবে না। এটা সারা বছরেই চলবে।
তিনি আরও বলেন,পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিচ্ছন্নতা ও মশক নিধনের এই কর্মসূচি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
Leave a Reply