ভৈরবে তারুণ্যের উৎসব উপলক্ষে বিল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
ভৈরব প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিবাদ্যে কিশোরগঞ্জের ভৈরবে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে তরুণদের অংশগ্রহণ পৌরসভার সহযোগিতায় শহরের লক্ষীপুর মৌজার বাল্লা বিল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। (২৬জানুয়ারি) রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক , শবনম শারমিনের নির্দেশনায় সরাসরি অংশগ্রহণে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসন শবনম শারমিন বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষে পৌনে দুই মাসের কর্মসূচির মধ্যে সর্বস্তরের মানুষকে নিয়ে যে কয়টি কার্যক্রম গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে নিজেদের শহর ও এলাকা পরিচ্ছন্ন রাখা। আমাদের যে জলাশয়গুলো সেইগুলি আমাদের দখলে আনা তারই একটি অংশ। ওইগুলো পরিচ্ছন্ন রাখা। জলাশয় গুলো কোথাও দখলে থাকলে সেগুলো দখলমুক্ত করে পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে তাদের গতি ফিরিয়ে নিয়ে আসতে হবে।
অভিযানে অংশ হিসাবে পৌর শহরের লক্ষিপুর এলাকার বাল্লা বিলের খালের সরকারি ১১ একর জায়গার দীর্ঘ দিনের জমাকৃত ময়লা আবর্জনা স্তুপ ও পানিতে ভাসমান কচুরিপানা জমাট ও পানি চলাচল বন্ধ থাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
এছাড়া তিনি আরও বলেন, ভৈরবের একটি গুরুত্বপূর্ণ খাল বাল্লা বিল। পৌরসভার মাধ্যমে সচেতন নাগরিকসহ বাল্লা বিলটি আগে অবস্থানের ফিরিয়ে নিতে আজকের এই কার্যক্রম। আমরা চাই সর্বস্তরের মানুষ আমাদের সহযোগিতায় এগিয়ে আসুক। তবেই এই বাল্লা বিল আগের অবস্থান ফিরে আসবে। বিলের পাশে যদি কোন দখলদার থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ উচ্ছেদ করা হবে।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি রেদোয়ান আহমদ রাফী,পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন,সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply