অবৈধভাবে ফেসবুকে ট্রেনের টিকেট বিক্রি: টিকেটসহ রেলওয়ে পুলিশের হাতে গ্রেফতার
ভৈরব প্রতিনিধি
সোসাল মিডিয়া ফেসবুক পেজের মাধ্যমে অভিনব কায়দায় কালোবাজারীতে টিকিট বিক্রি করে আসছে নরসিংদীর সদরের মানিক মিয়ার পুত্র হৃদয় মিয়া নামে এক যুবক। পরে (২২ জানুয়ারি) বুধবার রাতে নরসিংদী রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেনের টিকিটসহ হৃদয়কে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশের সদস্যরা।
রেলওয়ে পুলিশ জানায়, টিকেট কালোবাজারি হৃদয় দীর্ঘদিন ধরে ফেসবুক পেজের মাধ্যমে অভিনব কায়দায় টিকিট বিক্রি করে আসছে। সেই তথ্যের ভিত্তিতে বুধবার রাতে গোপন সংবাদে নরসিংদী রেলওয়ে ষ্টেশনের ১ নং প্লাটফর্ম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে চট্রগ্রামগামী ট্রেনের ৩৩ আসন বিশিষ্ট ১২টি টিকেটসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহেমদ (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে প্রেরন করা হবে।
Leave a Reply