1. admin@drisshopat-news.com : admin :
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনিসেফের তথ্যে এখনো বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু ক্যারাম খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ ভৈরব থেকে ২১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক  ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে বেসরকারি কর্মচারীর মর্মান্তিক মৃত্যু ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহত ইতালির স্বপ্নভঙ্গ, সাত মাসের বন্দিদশা, দালালের অত্যাচারে শেষ সোহাগের জীবন ভৈরবে ঘুষ নিয়ে অটোচালক দম্পতির নামে মাদকের মিথ্যা মামলা: এসআই আল মামুন ক্লোজড ভৈরবে এক ভাইয়ের ঘরে মাদক উদ্ধার, মামলা অন্য ভাইকে দেওয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে  ভৈরবে র‍্যাবের অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার ভৈরব লঞ্চঘাটে তিন বন্ধুসহ এক ব্যবসায়ীর ৭২ হাজার টাকা ছিনতাই  ভৈরবে ছয় বছরের শিশুকে হাত-পা বেঁধে বলাৎকারের অভিযোগ, আটক ১
শিরোনাম
ইউনিসেফের তথ্যে এখনো বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু ক্যারাম খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০ ভৈরব থেকে ২১১ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক  ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে বেসরকারি কর্মচারীর মর্মান্তিক মৃত্যু ছোট দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বড় ভাই নিহত ইতালির স্বপ্নভঙ্গ, সাত মাসের বন্দিদশা, দালালের অত্যাচারে শেষ সোহাগের জীবন ভৈরবে ঘুষ নিয়ে অটোচালক দম্পতির নামে মাদকের মিথ্যা মামলা: এসআই আল মামুন ক্লোজড ভৈরবে এক ভাইয়ের ঘরে মাদক উদ্ধার, মামলা অন্য ভাইকে দেওয়ার অভিযোগ দুই পুলিশের বিরুদ্ধে  ভৈরবে র‍্যাবের অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার ভৈরব লঞ্চঘাটে তিন বন্ধুসহ এক ব্যবসায়ীর ৭২ হাজার টাকা ছিনতাই  ভৈরবে ছয় বছরের শিশুকে হাত-পা বেঁধে বলাৎকারের অভিযোগ, আটক ১

দূর্নীতির অভিযোগে ইউপি সচিবকে মারধর ও জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ 

  • Update Time : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ Time View
ভৈরবে ইউপি সচিবের বিরুদ্ধে জন্মসনদ ও ওয়ারিশান থেকে অনৈতিকভাবে অর্থ আদায়, হয়রানী ও ঘুষ বাণিজ্যের অভিযোগে বিক্ষুব্ধ জনতা সচিবকে মারধর ও জোরপূর্বক পদত্যাগ করানোর অভিযোগ 
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের জন্ম ও ওয়ারিশান সনদকারীদের হয়রানীসহ অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ইউনিয়ন পরিষদ সচিব আতিকুর রহমান কে মারধর ও জোরপূর্বক পদত্যাগ পত্র নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভৈরবে এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের সচিব আতিকুর রহমান গত কয়েক বছর আগে শিবপুরে সচিব হিসেবে কর্মস্থলে যোগদান করার পর থেকে জন্ম নিবন্ধন সনদ সংশোধন, নতুন সনদ তৈরী এবং ওয়ারিশান সনদ নিতে আসা লোকজনদের নানাভাবে  হয়রানি করে আসছে। যারা তাকে তার চাহিদা মতো টাকা দেয় তার জন্ম ও ওয়ারিশান  সনদ দ্রুত সময়ের মধ্যে দিয়ে দেওয়া হলেও যারা সচিবের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয় তাদের কাজ হয়না। দিন যায়, মাস যায় বছর ও যায়। কিন্তু জন্ম সনদ আর হয়না। সার্ভার সমস্যা, কাজে ব্যস্ততাসহ নানা অজুহাতে তাদেরকে  হয়রানি  করে আসছে।  শুধু তাই নয় শিবপুর ইউনিয়নের বাসিন্দা না হয়ে ও অন্য এলাকার বাসিন্দা হয়েও টাকার বিনিময়ে মিলে জন্ম সনদ দেয়। এ নিয়ে ২১ জানুয়ারি সকালে শিবপুর ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা ইউনিয়ন পরিষদ ঘেরাও করেন। এসময় সচিবকে মারধর করেন এলাকার কিছু দুষ্কৃতকারী। এ ঘটনার খবর পেয়ে ইউপি সদস্য কালা মিয়া সহ কয়েকজন উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসীর চাপের মুখে ভয়ে কিছুই করতে পারেনি স্থানীয় প্রতিনিধিরা। বিক্ষুব্ধ জনতা সচিব মো. আতিকুর রহমানকে মারধর করে একটি পদত্যাগ পত্র লিখিয়ে নেন। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায় সেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন আন্দোলনকারীররা।
স্থানীয়রা জানান, যারা তার চাহিদা অনুযায়ী টাকা প্রদান করেন, তাদের সনদ দ্রুত দেওয়া হয়। তবে যারা অর্থ দিতে অস্বীকৃতি জানান, তাদের কাজ দীর্ঘদিন ঝুলে থাকে।
শিবপুর গ্রামের বাসিন্দা আঃ মন্নান জানান, “জন্ম নিবন্ধন সনদ করার জন্য সচিব আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় আমার কাজ আটকে রেখেছে।”
স্থানীয় আরেক বাসিন্দা মানিক মিয়া জানান, “গত এক বছর আগে আমার বোনের জন্ম নিবন্ধনের জন্য আবেদন করি। কিন্তু এখনো সনদ হাতে পাইনি। সচিব কোনো সহযোগিতা করেননি।
ইউপি সদস্যরা বলেন, এই ইউনিয়নের সচিবের বিরুদ্ধে তিন বছর ধরে নানা অনিয়মের অভিযোগ রয়েছে।
শিবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান স্বপন মিয়া জানান, “সচিব আতিকুর রহমান জন্ম ও ওয়ারিশান সনদ নিয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি করে আসছেন। তিনি শিবপুর ইউনিয়নের বাসিন্দা না হয়েও অন্য এলাকার মানুষের কাছ থেকে টাকা নিয়ে ৭৫টি জন্ম সনদ তৈরি করেছেন। এসব প্রমাণসহ তাকে স্থানীয়রা আটক করেছে।”
ইউপি সদস্য আবদুস সালাম বলেন, “সচিব আতিকুর রহমানের এ ধরনের দুর্নীতি এবং হয়রানিমূলক আচরণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়েছে। আমরা এর আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।”
এদিকে, স্থানীয়দের দাবি এবং অভিযোগের ভিত্তিতে সচিব আতিকুর রহমান দুই দিনের ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে এখন সনদ পেতে মানুষের হয়রানি কমেছে। এমনকি আবেদনকারীরা এক দিনের মধ্যেই সনদ পাচ্ছেন বলে জানিয়েছেন ইউপি সদস্য জামাল মিয়া।
এই বিষয়ে ইউনিয়ন পরিষদ সচিব আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে উনার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে শিবপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এলাকার বেশ কিছু যুবক পরিষদে এসে সচিবের কাছ থেকে জোর পূর্বক স্বাক্ষর নিয়েছে এবং তাকে মারধোর করে আহত করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে। তিনি আরও বলেন, যদি তার বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে চেয়ারম্যান বা উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিতো। আমরা অভিযোগের পেক্ষিতে ব্যবস্থা নিতে পারতাম।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন, সচিবের বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া সচিবকে মারধরের ঘটনায়ও ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category


Development: BTMAXHOST