ভৈরবে বাণিজ্য মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাজির আহমেদ আল-আমিন
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাণিজ্য মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ জানুয়ারি) শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি রেদোয়ান আহমেদ রাফি’র সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের ভৈরব প্রতিনিধি মো: আসাদুজ্জামান ফারুক,ভৈরব প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক দিনকালের ভৈরব প্রতিনিধি মো: সোহেলুর রহমান সোহেল, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ও দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মো: সুমন মোল্লা, বাংলাভিশনের ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব,ভৈরব রিপোটার্স ক্লাব অব ইউনিটির সাধারন সম্পাদক মো: আলাল উদ্দিন, জি টিভির ভৈরব প্রতিনিধি এম এ হালিম,এস এ টিভির ভৈরব প্রতিনিধি খায়রুল ইসলাম সবুজ, ৭১ বাংলা টিভির ভৈরব প্রতিনিধি মো: মিজানুর রহমান পাটোয়ারি, ৭১ টিভির ভৈরব প্রতিনিধি মো: আল-আমিন টিটু, ডেইলি বাংলাদেশের ভৈরব প্রতিনিধি নাজির আহমেদ আল-আমিন, প্রতিদিনের বাংলাদেশ ভৈরব প্রতিনিধি মিলাদ হোসেন অপু,ডিবিসি টিভির ভৈরব প্রতিনিধি আফসার হোসেন তূর্জা, মুভি বাংলা টিভির ভৈরব প্রতিনিধি মো: কাউছার।
বাণিজ্য মেলার প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠক হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা মেলার সার্বিক ব্যবস্থাপনা ও জনসচেতনতা সৃষ্টিতে তাদের মতামত প্রকাশ করে বলেন, বাণিজ্য মেলার মাধ্যমে ভৈরবের অর্থনৈতিক কার্যক্রম গতিশীল করা যাবে। এছাড়া খেয়াল রাখতে হবে যে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের কোন ক্ষতি না হয়। আর বিশেষ ভাবে মেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।”
গণমাধ্যমকর্মীরা আরও বলেন, “মেলার প্রচার-প্রসার এবং টিকিটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে আরও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এছাড়া স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।”
বাণিজ্য মেলায় স্থানীয় ও আন্তর্জাতিক পণ্য প্রদর্শন ও বিক্রয়ের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার জন্যও আহবান জানানো হয়।
ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি জাহিদুল হক জাবেদ বলেন, এই মেলা আমাদের স্থানীয় পণ্যগুলোর প্রচার ও প্রসারে অনন্য ভূমিকা রাখছে। মেলায় প্রায় ৪০টির মতো স্টল বরাদ্দ করা হয়েছে। মেলার প্রবেশমূখে একটি দৃষ্টি নন্দন গেইট করা হচ্ছে এবং ভিতরে সুন্দর একটি পানির ফোয়ারা থাকবে। একটি বড় টাওয়ার থাকবে, যাতে বুঝতে পারবে যে এখানে বাণিজ্য মেলা। এছাড়া আরও বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা থাকবে।
সভায় ইউএনও বলেন, ভৈরব বাণিজ্য মেলা এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং নতুন উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই মেলা শুধু কেনাকাটার জায়গা নয়; এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। এছাড়া সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মেলাকে আরও সার্থকভাবে উপস্থাপন করা সম্ভব।”
তিনি আরও বলেন, “মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের সুরক্ষা, পরিবেশ সুরক্ষা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
মতবিনিময় সভার সভাপতি রেদোয়ান আহমেদ রাফি সভা শেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, “বাণিজ্য মেলা ভৈরবের অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। মেলার সফলতা নির্ভর করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার ওপর।”
মতবিনিময় সভায় অতিথিরা এবং সাংবাদিকরা মেলার সফলতা কামনা করেন।
Leave a Reply