ভৈরবে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত
ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে বেওয়ারিশ এক পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় স্থানীয় দোকান্দার, বাসিন্দাসহ পথচারী, নারী ও শিশু পাগলা কুকুরের কামড়ে আহত হয়। পরে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়।
জানা যায়, বিকাল থেকেই উপজেলার সাদেকপুর, ভবানীপুর, শিমুলকান্দিসহ পৌর শহরের শম্ভুপুরের স্টেডিয়াম পাড়া, চন্ডিবের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,
গাছতলাঘাট ও উপজেলার সামনেসহ বিভিন্ন স্থানে নারী, শিশু, পথচারি ও স্থানীয় বাসিন্দাদের নির্বিচারে কামড়ায় একটি পাগলা কুকুর। এতে স্মৃতি বেগম, ফারুক মিয়া, তপন মিয়া, মোহাম্মদ আলী ও দীপ্তি ও সোহানসহ ২০ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নেয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান জানান, বিকাল থেকে রাত পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে একের পর এক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এখন পর্যন্ত ২০ জন রোগী চিকিৎসা নিয়েছে। তবে কেউই গুরুত্বর আহত নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
Leave a Reply