প্রথমবারের মতো মামলা: সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদসহ শীর্ষ নেতারা আসামি
নিজস্ব প্রতিবেদক
গেল জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হামলা ও গুলির ঘটনায় এবার সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল (১৪ জানুয়ারি) কিশোরগঞ্জ সদর থানায় বিএনপিকর্মী তহমুল ইসলাম (২৭) এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদসহ (পুতুল) মোট ১২৪ জনকে আসামি করা হয়েছে। এর পাশাপাশি অন্তত ২৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলায় শেখ হাসিনা ১ নম্বর এবং শেখ রেহানা ২ নম্বর আসামি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ রয়েছেন ৩ নম্বর আসামি হিসেবে।
আব্দুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। আন্দোলনের সময় তার কিশোরগঞ্জের বাসায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করা হয়েছে।
বাদীর ভাষ্যমতে, তিনি আন্দোলনে আহতদের তালিকায় ছিলেন এবং দীর্ঘ চিকিৎসার পর মামলা দায়ের করেছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মামলাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে জেলায় প্রায় অর্ধশতাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে। এতে প্রায় ৪ হাজারের বেশি নাম উল্লেখসহ ১০ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
Leave a Reply