কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় ১০ মিনিটের মধ্যে ২ রোগীর মৃত্যুর অভিযোগ
কিশোরগঞ্জ সংবাদদাতা
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা(১৫ জানুয়ারি) বুধবার সকালে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ঘটে। অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগমকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে ভর্তি হওয়া মনিরুজ্জামান মল্লিক (৩২) এবং খাদ্যনালিতে সমস্যাজনিত কারণে ভর্তি হওয়া জহিরুল ইসলাম (২২) সকালে অপারেশনের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাদের ওয়ার্ডের বেডেই ইনজেকশন পুশ করেন সিনিয়র স্টাফ নার্স। ইনজেকশন দেওয়ার পর ৫–১০ মিনিটের মধ্যেই তারা মারা যান।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অপারেশন থিয়েটারের জন্য নির্ধারিত অ্যানেসথেসিয়া ইনজেকশন ভুল করে ওয়ার্ডে প্রয়োগ করায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
জহিরুল ইসলামের বড় ভাই মাসুক মিয়া বলেন, “শুধু নার্স নয়, চিকিৎসকরাও দায়ী। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সবার বিচারের দাবি জানাচ্ছি।”
মনিরুজ্জামান মল্লিকের আত্মীয় মো. মোজাফফর বলেন, “মল্লিক স্যার খুব ভালো মানুষ ছিলেন। ভুল ইনজেকশনের কারণে তাকে অকালে প্রাণ দিতে হলো।”
দুই রোগীর মৃত্যুর পর মনিরুজ্জামান মল্লিকের ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করেন। তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
হাসপাতালের পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানিয়েছেন, অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি কাজ করছে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৪ ঘণ্টা পর তদন্তের আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।
Leave a Reply