কুলিয়ারচরে খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
মোঃ নাঈমুজ্জামান নাঈম
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দ্বাড়িয়াকান্দি কান্দিগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় শিক্ষার্থীসহ এলাকাবাসী। বৃহস্পতিবার (৯ জানুয়ারী ) দুপুর আড়াইটায় কুলিয়ারচর উপজেলা ভূমি অফিস সংলগ্নে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
শুরুতে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় শিক্ষার্থীসহ এলাকাবাসী। মিছিলে তাঁরা খেলার মাঠ চাই মাঠ চাই, আমাদের মাঠ ফিরিয়ে দাও, মাদকমুক্ত সমাজ চাই, মাঠ চাই মাঠ চাই বলে স্লোগান দেন।
পরে তাঁরা আওয়ামী ভূমিদস্যুদের হাত থেকে ৬৫ বছরের পুরনো ঐতিহাসিক এই খেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন’ লেখাসংবলিত ব্যানার নিয়ে উপজেলা ভূমি অফিসের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান-এর হাতে দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রামের খেলার মাঠের শ্রেণী পরিবর্তন না করার জন্য প্রায় তিনশত মানুষের গণস্বাক্ষরিত একটি আবেদন জমা দেন তাঁরা।
আবেদনের প্রেক্ষিতে জানা যায়, মাঠ হিসেবে রেকর্ডভূক্ত হওয়া দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রায় ৬০ থেকে ৬৫ বছর ধরে এলাকার শিশু কিশোর ও শিক্ষার্থীরাসহ নানান পেশার মানুষ ওই মাঠে খেলাধুলাসহ ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ড করে আসছিলো। ইদানীং প্রভাবশালী একটি মহলের ভূমিদস্যুরা মাঠটি দখল করে শ্রেণি পরিবর্তন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকার জনগণের সার্থ রক্ষার্থে এবং যুব সমাজসহ শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে ওই মাঠের শ্রেণী পরিবর্তন না করতে ও ভূমিদস্যুদের হাত থেকে মাঠটি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ব্যবহারের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তাঁরা ।
মানববন্ধনে বক্তারা তাঁদের দাবী পূরন না হলে এলাকার হাজার হাজার মানুষ নিয়ে দ্বাড়িকান্দি-কান্দিগ্রাম বাসস্ট্যান্ডে বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, দ্বাড়িয়াকান্দি-কান্দিগ্রাম বাজার বাসস্ট্যান্ড বাজার পরিচালনা কমিটির সভাপতি বিএনপি নেতা মো. আরশ মিয়া, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমান ছোটন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জামাল মিয়া, দলিল লেখক দেলোয়ার হোসেন শহিদ (মাকসু), খসরু মিয়া, কাঞ্চন মিয়া, হারিছ মিয়া, নাসিম উদ্দিন, ডাঃ ফারুক মিয়া, নাসির উদ্দিন, সেলিম মিয়া, হেলিম মিয়া, সালাহ উদ্দিন, স্বপন মিয়া, এসএম শরীফ, নীরব, সাইফুল, সামী ও মুছাসহ তিন শতাধিক জনতা ও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান বলেন, খেলার মাঠের শ্রেণি পরিবর্তন না করার বিষয়ে একটি আবেদন পেয়েছি। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply